পরীক্ষার ভরা মৌসুমে পড়ুয়াদের চাপ

bcv24 ডেস্ক    ১২:৩৫ পিএম, ২০১৯-০৪-১২    822


পরীক্ষার ভরা মৌসুমে পড়ুয়াদের চাপ

মাধ্যমিক হয়ে গিয়েছে, কদিনের মাথায় শুরু হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ভরা মৌসুমে পড়ুয়াদের তো চাপ আছেই, চাপ রয়েছে অভিভাবকদেরও। 

বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধিক মোবাইল ফোন, ল্যাপটপের মতো গেজেটের ব্যবহার মাথার উপর আরও চাপ তৈরি করছে। পড়ুয়াদের পড়াশোনায় মন বসাতে এসবের ব্যবহারের কারণেই অনেকটা চাপে পড়তে হচ্ছে। অভিভাবকারও আতঙ্কে ভুলে যাচ্ছেন, প্রতিটি পড়ুয়ার কিছু শক্তিশালী দিক থাকে, কিছু দুর্বল দিক থাকে। সব বিষয়ে শিক্ষক না দিয়ে, দুর্বল বিষয়গুলিতে যদি শিক্ষক নিয়োগ করা যায়, তাহলে চাপ অনেকটাই কমে। 

আগ্রহের বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই প্রস্তুতি নিতে পারে। তাতে বাড়বে আত্মবিশ্বাসও। আরও কী করলে চাপ কমবে, উপদেশ দিলেন আনন্দপুর ফর্টিস হাসপাতালের কাউন্সেলিং মনোবিদ ভাবনা দামানী বাজোরিয়া।

১. অতিরিক্ত চাহিদা: মানুষ মাত্রই নানাবিধ চাহিদা থাকবে। এক মানের ফলাফলের পর তার থেকে আরও উন্নতি করার কথা যেমন পড়ুয়াটি ভাবে, তেমনই আশায় বুক বাঁধেন অভিভাবকরাও। আর সেই আশা কখন আকাঙ্খায় পরিণত হয়, তা তাঁরা বুঝতেও পারেন না। এই আকাঙ্খা কখনই যাতে মাত্রাছাড়া না হয়, সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদের।

২.তুলনা: অন্য ছাত্রছাত্রীদের বা বন্ধুদের ফলাফলের সঙ্গে তুলনা করা মানসিক চাপ বাড়ার অন্যতম আরেকটি কারণ। বারবার অন্য বন্ধুর ফল কত ভাল হয়েছে, সেটা উদাহরণ হিসাবে তুলে ধরলে পড়ুয়াটি তো উৎসাহ পাবেই না, বরং তাঁর উপর প্রবল একটি চাপ তৈরি হবে। এটা কখনই উৎসাহ দেওয়ার বা বৃহত্তর লক্ষ্যমাত্রা স্থির করার কোনও মাধ্যম হতে পারে না। 

তাহলে ছাত্রছাত্রীদের কীভাবে উৎসাহ দেবেন শিক্ষক ও অভিভাবকরা?‌ 

১. আপনি নির্দেশ না দিয়ে বন্ধুর মতো পরামর্শ দিন। পড়ুয়াটির ভাল লাগা, খারাপ লাগা শুনে, তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পড়াশোনার একটি রুটিন তৈরি করুন। কখন কী পড়তে হবে, সেটা পড়ু্যার সঙ্গে কথা বলে ঠিক করুন। 

২.‌ পরীক্ষা বলে বাড়িতে একটা টেনশনের পরিবেশ তৈরি করা রাখা কিন্তু বোকামি। বরং সাধারণ আর পাঁচটা দিনের মতোই বাড়ির পরিবেশকে রক্ষা করুন। পড়ুয়াটির এতদিনের রুটিনে খেলাধুলা, ছবি আঁকা বা অন্য কোনও অভ্যাসের জন্য যে সময় থাকে সেটা রাখতে দিন। পরীক্ষার আগে সময় কিছুটা কমিয়ে দিতে পারেন, কিন্তু একেবারে বন্ধ করে দেবেন না। 

৩. প্রত্যেকটি পড়ুয়াই চায় ভাল ফল করতে। সেই নিয়ম অনুসারে তারা যথেষ্ট খাটনিও করে। তাই অভিভাবকদের উচিত, ফলের জন্য অপেক্ষা না করে পড়ুয়াটির খাটাখাটনিকে স্বীকৃতি দেওয়া। তাহলে আর যাই হোক, সে ভিতরে ভিতরে অনেকটাই শক্তি সঞ্চয় করতে পারবে। 

৪. পরীক্ষার আগের দিন যাতে যথেষ্ট বিশ্রাম আর যথেষ্ট ঘুম হয়, সেদিকে খেয়াল রাখুন। পরীক্ষার হলে পড়ুয়াটি যেন একেবারে তরতাজা শরীর নিয়ে যেতে পারে। 

৫. কদিন রাস্তার খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড পড়ুয়াকে না দেওয়াই ভাল। বাড়ির তৈরি সহজপাচ্য খাবার দিন, তাতে শরীর ভাল থাকবে। আর দুপুরে বা রাতে একা একা না, পরিবারের সঙ্গে যাতে সে খেতে বসে, সেদিকে খেয়াল রাখুন। তাতে পড়াশোনার মাঝে আড্ডার ছুটিও সে পেয়ে যাবে। 

❏‌ ঠিক পরীক্ষার আগে.‌.‌.‌.‌

পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে পড়ুয়াটি পেট ভরে খাবার খেয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখুন। পরীক্ষার আগে সবাই চাপে থাকে। তাই কয়েক ঘণ্টা আগে আবার রিভিশন দেওয়ার কথা বললে পড়ুয়ার উপর চাপ বাড়বে। বরং, অভিভাবক যদি কোচের মতো কিছুটা পেপ টক দিয়ে দেন, তাহলে খোলা মনে পড়ুয়া পরীক্ষা দিতে পারবে।  

পরীক্ষা দিয়ে আসার পর আর তা নিয়ে আলোচনা করার দরকার নেই। একটু আধটু জানতে পারেন, বেশি কিছু জানতে হবে না। পড়ুয়াকে পরের পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে আবেদন করুন। 


রিটেলেড নিউজ

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

bcv24 ডেস্ক

এই মৌসুমে শিশুদের হাত পা ও মুখের রোগবালাই দেখা দিচ্ছে। সঠিকভাবে রোগ চিহ্নিত করতে না পারায় সুচিকিৎ... বিস্তারিত

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

bcv24 ডেস্ক

সম্প্রতি দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গেল এক সপ্তাহ... বিস্তারিত

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

bcv24 ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ... বিস্তারিত

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

bcv24 ডেস্ক

ডায়াবেটিস নিয়ে প্রতিনিয়ত সতর্ক করছেন চিকিৎসকরা। সুস্থ থাকার জন্য দিচ্ছেন নানা পরামর্শ। সুস্থ থা... বিস্তারিত

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

bcv24 ডেস্ক

মৌসুমী রোগব্যাধির মধ্যে চিকুনগুনিয়া অন্যতম। এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস সৃষ্ট একটি সংক্রমণ। হ... বিস্তারিত

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

bcv24 ডেস্ক

আদিম যুগে মানুষের প্রধান কাজ ছিল খাদ্যের খোঁজে বের হওয়া। খাবার সংগ্রহ আর তা সংরক্ষণ নিয়ে চিন্তার শ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত